রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

বিদেশ | অভিযোগ নিয়ে ধোঁয়াশা, তবুও তিন মাস ধরে কাতারে আটক ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মী! সরকারি সাহায্যের প্রত্যাশী গুজরাটের গুপ্তা পরিবার

RD | ২৩ মার্চ ২০২৫ ১৫ : ৩৩Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: কাতারে আইটি জায়ান্ট টেক মাহিন্দ্রার সেদেশের প্রধান অমিত গুপ্তাকে গত ১লা জানুয়ারিতে আটক করে সেকখানকার পুলিশ। গত তিন মাস ধরে তাঁকে আটকে রাখা হয়েছে। তথ্য চুরির মামলার তদন্তের জন্য অমিত গুপ্তাকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে। তথ্যপ্রযুক্তি কর্মী অমিতের স্ত্রী এবং বৃদ্ধ বাবা-মা এখন তাঁর মুক্তি নিশ্চিত করার জন্য বিভিন্ন স্থানে দৌড়ঝাঁপ করছেন। সরকারি সূত্র জানিয়েছে যে, কাতারে অবস্থিত ভারতীয় দূতাবাস আটক অমিত গুপ্তার পরিবার এবং কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সমস্যা সমাধানের পথ খুঁজতে কাজ করছে।

আশ্চর্যজনক আটক-
২০১৩ সালে গুজরাটের ভদোদরা থেকে কাতারের রাজধানী দোহায় চলে যান অমিত গুপ্তা। অমিতের মা পুষ্পা গুপ্তা সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছেন, "অমিতকে প্রায় ৪৮ ঘন্টা ধরে খাবার ছাড়াই বসে থাকতে হয়েছিল। এরপর তাঁকে একটি ঘরে স্থানান্তরিত করা হয় এবং প্রায় তিন মাস ধরে তাঁকে সেখানে রাখা হয়েছে।" ছেলেকে আটকের কারণ কি তাঁর জানা আছে? জবাবে তিনি বলেন, "কোম্পানির কেউ না কেউ নিশ্চয়ই কিছু করেছে। তাঁকে (অমিত গুপ্তকে) গ্রেপ্তার করা হয়েছে কারণ তিনি কাতারে ওই কোম্পানির প্রধান।"

প্রতি সপ্তাহে একবার করে ফোন-কল-
অমিতের মা পুষ্পা গুপ্তা বলেন, "প্রতি বুধবার আমরা ছেলের কাছ থেকে ৫ মিনিটের একটি ফোন কল পেয়ে থাকি। ছেলের সঙ্গে যোগাযোগের এটাই একমাত্র মাধ্যম। আমরা সম্প্রতি দোহায় গিয়েছিলাম এবং এক মাস ছিলাম। ভারতীয় রাষ্ট্রদূতের হস্তক্ষেপের পর আমাদের আধ ঘন্টা তাঁর সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়েছিল। ছেলে আমাদের জানিয়েছে যে, সে কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।" 

দম্পতি সাহায্যের জন্য ভদোদরার সাংসদ হেমাঙ্গ যোশীর সঙ্গেও দেখা করেন। তিনি বিষয়টি সরকারের কাছে তুলে ধরবেন বলে অমিতের পরিবারকে আশ্বস্ত করেছেন সাংসদ।

সরকারের প্রতিক্রিয়া-
বিদেশ মন্ত্রকের একটি সূত্র জানিয়েছে যে, কাতারে ভারতীয় দূতাবাস অমিত গুপ্তের পরিবারকে সাহায্য করছে। সূত্রটির কথায়, "কাতারে আমাদের দূতাবাস চলমান তদন্তের জন্য কাতার কর্তৃপক্ষ কর্তৃক ভারতীয় নাগরিক অমিত গুপ্তাকে আটকের বিষয়ে অবগত। ভারতীয় কর্তৃপক্ষ অমিতের পরিবার, অমিত গুপ্তার প্রতিনিধিত্বকারী আইনজীবী এবং কাতারি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। আমাদের দূতাবাস এই বিষয়ে সম্ভাব্য সকল সহায়তা প্রদান অব্যহত রেখেছে এবং মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।"  

টেক মাহিন্দ্রার বক্তব্য-
আইটি জায়ান্ট জানিয়েছে যে, তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। টেক মাহিন্দ্রার একজন মুখপাত্র বলেছেন, "আমরা পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছি, তাঁদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছি। আমরা উভয় দেশের কর্তৃপক্ষের সঙ্গে সক্রিয়ভাবে সমন্বয় করছি এবং যথাযথ প্রক্রিয়া মেনে চলছি। আমাদের সহকর্মীর সুস্থতা নিশ্চিত করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।" 


QatarQatar Indian Techie DetainedAmit Gupta

নানান খবর

নানান খবর

বিমান মাটি থেকে আকাশে ওড়ার মুহূর্তে কেন এসি বন্ধ থাকে? জেনে নিন

চাঁদের মাথায় উঠবে শুক্র-শনি, বিপদ নাকি সুসময়-কী বলছে নাসা

আগে দেখা যায়নি কখনও, এমন রং খুঁজে পেয়ে গিয়েছেন বিজ্ঞানীরা! কী নাম রাখা হল?

লক্ষ লক্ষ বছর ধরে মাটির নীচে লুকিয়ে ছিল, নতুন মহাদেশ আবিষ্কার করে ফেললেন বিজ্ঞানীরা

মোদির প্রশংসায় পঞ্চমুখ ইলন মাস্ক, চলতি বছরের শেষেই ভারতে আসার ঘোষণা

বিশ্বের এইসব দেশে কনডম ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ! জানেন দেশগুলির নাম?

১৯৭১-এর জন্য ক্ষমা চাক পাকিস্তান, দাবি ইউনূসের বাংলাদেশের, চাওয়া হল অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনাও

মুর্শিদাবাদে ওয়াকফ উত্তেজনা: বাংলাদেশ মুখ খুলতেই সপাটে থাপ্পড় ভারতের

‘প্রেমের পাখি’ ইলন মাস্ক! কোন মায়াজালে মহিলাদের জড়িয়ে ফেলেন টেসলা কর্তা

আরও সস্তা হবে টেলিভিশন, সকলের হাতে আসছে কোন বিকল্প

ইউক্রেনে ভারতীয় সংস্থার গুদামে হামলা, অভিযোগ উড়িয়ে দিল মস্কো

খাবারের মেনু বদলালেও বদলায়নি সংস্কৃতি, বৈশাখী আনন্দে মেতে প্রবাসীরাও

বুলেট ট্রেনের সামনের অংশ সর্বদা পাখির ঠোঁটের মতো ছুঁচলো আকৃতির হয়, কারণ জানেন?

এই দেশে নেই কোনও হাসপাতাল, জন্মগ্রহণ করে না কোনও শিশু! জানলে অবাক হবেন...

মানুষ নয়, শুক্রাণুদের দৌড় প্রতিযোগিতা আয়োজিত হবে এবার! সারা বিশ্বে এই প্রথম

সোশ্যাল মিডিয়া